দুই বান্ধবী মুখ উজ্জ্বল করলো বিদ‍্যালয়ের

সেখ সামসুদ্দিন : ১০ জুন এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক ‘২২ এর ফলাফল । একই বিদ্যালয় থেকে দুই ছাত্রী রাজ‍্যের মধ‍্যে ৬ষ্ঠ স্থান ও ১০ম স্থানের তালিকায় স্থান পাওয়ার খবরে উচ্ছ্বাস বিদ‍্যালয় সহ এলাকায়। পূর্ব বর্ধমানের কালনা মহকুমা’র মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন এর ছাত্রী সৃজনী কুন্ডু উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৬ষ্ঠ স্থানে রয়েছে । তার প্রাপ্ত নম্বর ৪৯৩। খবরে পরিবারেও খুশির হাওয়া। শিক্ষক শিক্ষিকারা যথেষ্ঠ উচ্ছ্বসিত। অপরদিকে আর এক ছাত্রী নেহা নাসরিন এবারের উচ্চ মাধ‍্যমিকের প্রকাশিত তালিকায় ১০ম স্থানে রয়েছে । তার প্রাপ্ত নম্বর ৪৮৯ । নেহা নাসরিন মন্তেশ্বর থানার ভোজপুরের বাসিন্দা। ফলাফল প্রকাশের পরেই উচ্ছ্বাস পরিবারে ।