|
---|
লুতুব আলি, ২৬ এপ্রিল : এপার বাংলার শিল্পী ওপার বাংলার গীতিকার ও সুরকারের সমন্বয়ে একটি গান বাজারে এল পূবা ল হাওয়া… যে হাওয়া দুই বাংলার কৃষ্টি কে এক করে দেওয়ার বার্তা আকাশে উড়িয়ে দেয়। প্রসঙ্গত ওপার বাংলার কবি রাজপথিক মানেই মুগ্ধতা আর সেই মুগ্ধতার পরিপূরক ও যেন স্বয়ং রাজপথিক। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় কবি গীতিকার রাজ পথিক। ইতিমধ্যে রাজ পথিকের লেখা কবিতা এবং বাংলা গানে ভিন্নতার স্বাদ পেয়েছেন তার গুণমুগ্ধ পাঠক শ্রোতাগণ। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ দুই বাংলার প্রযোজনায় বাংলা নববর্ষ ১৪৩০ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজ পথিকের লেখা পুবাল হাওয়া শিরোনামে ভিন্ন স্বাদের সম্পূর্ণ একটি নতুন গান মুক্তি পেল। বিরহ বিচ্ছেদকে উপজীব্য করে বাংলাদেশী কবি গীতিকার রাজ পথিকের লেখা পুবাল হাওয়া গানটিতে সুরারোপ ও কণ্ঠ দিয়েছেন কলকাতার গান পাখি খ্যাত অঞ্জনা মন্ডল। বাংলাদেশ থেকে গানটির সংগীত পরিচালনা করেছেন চলচ্চিত্রের বিশিষ্ট সংগীত পরিচালক এ এফ সৈকত। পুবাল হাওয়া গানটির প্রমোশনাল ভিডিও প্রকাশের ইতিমধ্যে দুই বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছে। কবি রাজ পথিক জানান, দুই বাংলার শ্রোতারা ভীষণভাবে তাকে সমর্থন করেন। এই গানটির ক্ষেত্রে ও ব্যাপকভাবে সাড়া মিলবে বলে তাঁর আশা। শিল্পী অঞ্জনা মন্ডল ও সঙ্গীত আয়োজনের জন্য এ এফ সৈকত কে ও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রাজ পথিকের লেখা গান সমাদৃত হওয়ায় যশোরের কবি সাহিত্যিক সংবাদ মাধ্যম বিশেষ প্রশংসা করেছেন। প্রতিভা থাকলে যে কোন তর থেকে উঠে এসে নাম করা যায় । রাজ পথিক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি যে সুনাম অর্জন করেছেন তা বলার অপেক্ষা রাখে না। রাজ পথিক একজন ব্যতিক্রমী। তাঁর প্রতিভা ও উত্তরণ নিয়ে ইন্দো বাংলার সাংবাদিক কবি কাজী নুর, সাংবাদিক নন্দিনী নূর, কবি নুরজাহান আরা নীতি, সাংবাদিক গোলাম মোস্তফা, কবি রবিউল হাসনা ত সজল, সোনিয়া সুলতানা চাঁপা প্রমুখ রা রাজ পথিকের কাজ নিয়ে ভূষি প্রশংসা করেছেন।