|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের পুনর্নির্বাচনের দিন ফের পিছিয়ে গেল। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে এই দুই আসনের নির্বাচন।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে অতিমারী পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পরবর্তী পুনর্নির্বাচনের দিন-ক্ষণ জানানো হবে বলেই জানিয়েছে কমিশন।