|
---|
নিজস্ব সংবাদদাতা : সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী রোজিনা বিবি ও রেশমি খাতুন এর প্রয়োজন ছিল জরুরী রক্তের। বহু খোঁজাখুঁজির পর অবশেষে উনার পরিবার সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর অন্যতম সদস্য সামাদ শেখ এর সাথে যোগাযোগ করেন। জরুরী রক্তের প্রয়োজন দেখে তৎক্ষনাৎ তিনি ট্রাস্ট এর দুই সক্রিয় সদস্য সাহিল মল্লিক ও মতিউর মল্লিক কে নিয়ে তিনি সাগরদিঘী ব্লাড ব্যাংকে ছুটে যান রক্তদান করাতে। ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করেন রক্তদাতারা । পরে সেই রক্ত রোগীর উদ্দেশ্যে পাঠানো হয়। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস রক্তদাতাদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি রোগীর দ্রুত সুস্থতা কামনা করেন।