|
---|
সেখ সামসুদ্দিন : বাঁকুড়ার জামকুড়ি এলাকার বাসিন্দা দুখিরাম বাউরী ব্লাড ক্যানসারে আক্রান্ত। ১টি ঔষধ খেতে হয় প্রতিদিন যার দাম প্রায় ২০০ টাকা। অর্থ্যাৎ মাসে প্রায় খরচ ৬০০০ টাকা। দীর্ঘদিন ধরে এই ওষুধ চলায় আর্থিক অবস্থা খারাপ হচ্ছিল দুখিরাম বাবুর, সামর্থ্য হারিয়ে ফেলেছিলেন তিনি। খবরটা পল্লীমঙ্গল সমিতির কাছে এসে পৌঁছয় ওই জেলারই বাসিন্দা ১ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক মারফৎ। সাথে সাথে ওনার ১ মাসের ওষুধ পৌঁছানো হয়েছিল ডাক বিভাগ মারফৎ, যার পুরো টাকাটাই দিয়েছে পল্লীমঙ্গলের সমিতির তিন শুভ্যানুধায়ী অত্রি চ্যাটার্জি, সৌমিক দে ও শুভজিৎ গুপ্তা। বিশেষ ভাবে সাহায্য করেন পুলক চট্টোপাধ্যায়, বিনামূল্যে উনি ওষুধ হাতে পেয়েছেন গত কয়েকদিন আগেই। আপাতত আগামীমাস গুলোর ওষুধের দায়িত্বও নিয়েছে পল্লীমঙ্গল সমিতি। পাশে দাঁড়াতে পারেন আপনিও, রইল যোগাযোগের নং : ৭৭৯৭২৪৪০৪৯। পল্লীমঙ্গল সমিতির তরফে দুখিরামবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন পল্লীমঙ্গলের সভাপতি নিমাই চন্দ্র মূখার্জী। শুভেচ্ছাও জানান তিনি।