টিকিট না পেয়ে বিজেপির এসসি-এসটি মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন দুলাল বর

মহঃ মফিজুর রহমান , উত্তর ২৪ পরগণা :কমছে না গেরুয়া শিবিরে ক্ষোভ বিক্ষোভ ! পিছু ছাড়ছে না প্রার্থী বিতর্কও । দলের অন্দরমহলের কোন্দল ক্রমেই রাস্তায় বেরিয়ে পড়ছে পদ্মফুলের । এবার বড়সড় ক্ষোভের বহির্প্রকাশ । ফলে ঠিক ভোটের মুখে জোর ধাক্কা খেল রাজ্য বিজেপি । বিধানসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপির এসসি-এসটি মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন দুলাল বর ! উল্লেখ্য, দুলালবাবু বিজেপির এসসি এসটি মোর্চার রাজ্য সভাপতির পাশাপাশি উত্তর ২৪ পরগণার অন্তর্গত বাগদা বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক।

    বিজেপি মঙ্গলবার যে ১৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে । টিকিট পাননি দুলাল বর । এর পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন দুলালবাবু । তার জন্যে বুধবার অর্থাৎ আজ সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি । অভিযোগ তোলেন পরিবারতন্ত্র ও টাকার বিনিময়ে টিকিট বিক্রিরও । দুলালবাবু বলেন, ‘ আমি টিকিট পাইনি সেটা বড় কথা নয় । এসসি-এসটি মোর্চার কোনও পদাধিকারীকেই টিকিট দেয়নি দল । আমাদের অপমান করা হয়েছে । তাই আমি দলের পদ ছাড়ছি । ধীরে ধীরে দলত্যাগের দিকে এগোবো ।’