রথযাত্রা উপলক্ষে দুর্গা প্রতিমার কাঠামো পূজা হলো মৃৎশিল্পীদের কারখানায়

মালদা , ০৪ জুলাই : রথযাত্রা উপলক্ষে দুর্গা প্রতিমার কাঠামো পূজা হলো মৃৎশিল্পীদের কারখানায়। মালদা শহরের বিশিষ্ট মৃৎশিল্পী রাজকুমার পন্ডিত তার নিজের কারখানায় কাঠামো পূজা করলেন। এদিন থেকে দেবীর মূর্তি গড়ার কাজ শুরু করলেন তিনি। খরের বুদি বেঁধে দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করলেন তিনি। বৃহস্পতিবার রথ যাত্রার দিন প্রতি বছরের ন্যায় এ বছরও কাঠামো পূজার আয়োজন করেন শিল্পীরা। মালদা শহরের কুট্টিটোলা এলাকায় তার নিজের কারখানায় কাঠামো পূজা করে মূর্তি গড়ার কাজ শুরু করেন।
রাজকুমার বাবু বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও রথের রশিতে টান পড়ার পরেই কাঠামো পূজা করেন তিনি। এর পরে বিভিন্ন ক্লাব এবং বাড়ির দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করবেন তিনি।
এখনও চিরাচরিত নিয়ম মেনে চলেছেন তিনি। এ বছর বেশ কয়েকটি দুর্গা প্রতিমার কাজ রয়েছে তার হাতে। তাই রথের দিন থেকেই দেবী দুর্গার মূর্তি গড়ার কাজ শুরু করেন তিনি।
শারদীয়ার কাম ডাউন শুরু হলো রথযাত্রার দিন থেকে। প্রথমে খরের বুদি, তার উপরে মাটির প্রলেপ এবং কয়েক দিন যেতে না যেতেই শিল্পীর হাতে ফুটে উঠবে দুর্গা প্রতিমা। রং শোলার সাজে সেজে দুর্গা প্রতিমা যাবে বিভিন্ন মণ্ডপে। তারপর শুরু হবে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব। অতএব রথের রশিতে টান পরতেই কাম ডাউন শুরু হয়ে গেল বাঙালির সর্ববৃহৎ উৎসবের।