|
---|
মাসুম আনসারি,অরঙ্গাবাদ : এই প্রথম নিমতিতা ও ঔরঙ্গাবাদ এ মৃন্ময়ী শারদ সম্মান আয়োজন করা হয় । এলাকার 60 টির ও বেশি পূজা মন্ডপ পরিদর্শন করে বিচারকদের বিচারে সেরার সেরা 6 টি পুজো মন্ডপকে পুরস্কৃত করা হয় । পাশাপাশি বুনেদিয়ানা ও সাবেকিয়ানা পুজো বাড়ির পুজো কে সেরার সেরার হিসেবে সম্মানিত করা হয়। এবারের সেরার সেরার হিসেবে পুজো মন্ডপ গুলি হল । ঔরঙ্গাবাদ ব্যবসায়ি সমিতি , ঔরঙ্গাবাদ সার্বজনীন শিবতলা, ভারত সেবাশ্রম সংঘ, জগতাই আদি বাড়ি সার্বজনীন,দফাহাট মা দূর্গা পূজা কমিটির, নিমতিতা সার্বজনীন রেজিস্ট্রিমোর পুজো কমিটি। আর বুনেদিয়ানা ও সাবেকিয়ানা পুজো হল জগতাই চৌধুরী বাড়ি ও নিমতিতার জমিদার বাড়ির পুজো ।
সব মিলিয়ে কমিটি গুলি তাদের সম্মান পেয়ে গর্বিত । তারা মৃন্ময়ী শারদ সম্মান কমিটির সদস্যদের সাধুবাদ জানাই পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষ তারা মৃন্ময়ী শারদ সম্মান কমিটির সদস্যদের সাধুবাদ জানাই । আগামী দিনে মৃন্ময়ী শারদ সম্মান কমিটির সদস্যরা আরও অন্যান্য প্রকল্প নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাতে চায়। সমস্ত মৃন্ময়ী কমিটির পাশে প্রশাসন পূর্ণ সহযোগিতা করে।*