|
---|
মালদা: খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু হল মালদা শান্তি ভারতী পরিষদের দুর্গাপূজার প্রস্তুতি। সোমবার রথ যাত্রার পূর্ণ লগ্নে প্রথা মেনে খুঁটি পূজোর আয়োজন করে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে শান্তি ভারতী পরিষদ।
জানা গেছে এবছর শান্তি ভারতী পরিষদের ৫৯ তম বর্ষ। মালদা শহরের ক্লাব গুলোর মধ্যে অন্যতম এবং বিগ বাজেটের পুজোর আয়োজন করে থাকে শান্তি ভারতী পরিষদ। তবে এই বছর করোনা আবহে সেই রকম ভাবে কিছু চমক থাকছে না। ক্লাব কর্তারা জানালেন, করোনাভাইরাস মধ্যে তারা বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি নিয়েছে। তার মধ্যে অন্যতম জেলাজুড়ে দিবারাত্রি অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার পরিষেবা। তার পাশাপাশি আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে রক্তদান শিবিরেও আয়োজন করা হয়েছে।