দুর্গাপূজার বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ধমানে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস।

লুতুব আলি, বর্ধমান, ১ সেপ্টেম্বর : দুর্গাপূজার বর্ণাঢ্য শোভাযাত্রায় বর্ধমানে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস। কলকাতার দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে সারা রাজ্যব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের অঙ্গ হিসাবে পূর্ব বর্ধমান জেলার মূল অনুষ্ঠানেও চোখে পড়ার মতো মানুষের ঢল নামে। প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে পূর্ব বর্ধমান জেলার সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। বর্ধমান শহর সহ বিভিন্ন প্রান্তের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন জেলার মূল অনুষ্ঠানটি শুরু হয় বর্ধমান শহরের বড় নীলপুর মোড় থেকে টাউন হল পর্যন্ত। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পাও মেলান রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার প্রমুখ। শোভাযাত্রায় ছৌ নৃত্য, লোকনৃত্য, ফ্লেক্স, বিভিন্ন ধরনের ট্যাবলো যাত্রাপথ টিকে রঙিন করে তোলে। রাস্তার দু’ ধরে দাঁড়িয়ে বর্ধমান শহরের হাজার হাজার মানুষ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে যান। শোভাযাত্রা শেষে বর্ধমান টাউনহলে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রিস স্বপন দেবনাথ বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা কমিটি গুলিকে আর্থিক অনুদান দিয়ে সার্বজনীন রূপ ফিরিয়ে দিয়েছেন। তারই ফলশ্রুতিতে বাংলার দুর্গা পুজো আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছে। সেদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কমনাশিস সেন, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল সহ বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিশিষ্ট ব্যক্তিরা।