|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৪ই অক্টোবর বুধবার রাত্রে , বাউরিয়া থানার ওসি শ্রী কৌশিক নাগ এর উদ্যোগে বাউরিয়া থানার সামনে দুর্গাপূজা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় | উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী প্রথম ৫০হাজারের চেকটি তুলে দেন পূজা কমিটির কর্তা তথা উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক সুরজিৎ দাস এর হাতে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৪ টি পূজা কমিটির প্রত্যেককের হাতেই ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। গতকাল ১৩ টি পূজা কমিটির কর্তাদের হাতে ৫০০০০ টাকার চেক দেওয়া হয়| অনুষ্ঠানে বিধায়ক ইদ্রিস আলী ছাড়াও বক্তব্য রাখেন এবং পূজা কমিটি গুলির কতা’দের হাতে চেক তুলে দেন সমাজসেবী বেনু কুমার সেন , উলুবেড়িয়া পৌরসভা প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক আব্বাস উদ্দিন খান , উলুবেড়িয়া পৌরসভার অন্যতম প্রশাসক সুরজিৎ দাস, কো-অর্ডিনেটর ওসি রঞ্জন অধিকারী, কো-অর্ডিনেটর বাদশা মিদ্দে,সমাজসেবী আতিবর রহমান, সমাজসেবী দীপক গাঙ্গুলী, সমাজসেবী হোসেন কাজী, বর্ণালী দেড়ে প্রমূখ