দুর্গাপুজো উপলক্ষে রক্তদান শিবির সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের।

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপূজো উপলক্ষে সাগরদিঘী অঞ্চলের কুমর্থি সার্বজনীন দুর্গা উৎসবের উদ্বোধন হলো রক্তদান শিবির এর আয়োজন করে। কুমর্থি সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ প্রচেষ্টায় পঞ্চুমির দিন পূজা মণ্ডপে আয়োজিত হলো রক্তদান শিবির। উক্ত রক্তদান শিবিরে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস সহ 22 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করলেন। রক্তদানের পর সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান ” যেভাবে জেলাজুড়ে রক্তের সংকট দেখা দিচ্ছে তার হাত থেকে রেহাই পেতে আমাদের নিয়মিত রক্তদান শিবির করতেই হয় তবে এবার পুজো মণ্ডপে করতে পেরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, এছাড়াও আমরা চেষ্টা করি যে কোন অনুষ্ঠানে চারাগাছ বিতরণ করার কারণ এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখাটা অত্যন্ত জরুরী এবং সেই সমস্ত দিক গুলি মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা। সকলকে জানাই শারদীয়ার প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন।”