|
---|
আজিজুর রহমান, গলসি : দূর্গাপুজোর চেক বিলি করলো গলসি থানা। এলাকার মোট ৭০ টি ক্লাবকে এদিন চেক তুলে দেওয়া হয়। কাগজ সংক্রান্ত ত্রুটি থাকার কারনে বাকি থাকা দশটি চেক পরবর্তী সময়ে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন গলসি ওসি অরুন কুমার সোম। পাশাপাশি পুজোর সে কোন সমস্যার জন্য থানার যোগাযোগ করতে অনুরোধ করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এর সাথে সাথে স্থানীয়দের হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ। পুজোর চেকের সাথে সাথে আগে হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে খুশি হয়েছেন স্থানীয়রা। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অ্যাডিস্যনাল এসপি অর্ক ব্যানার্জ্জী, খন্ডঘোষ ও গলসি বিধায়ক নবীন বাগ ও নেপাল ঘুরুই, ডিএসপি ক্রাইম সুরজিত মন্ডল, প্রফেশনাল আইপিএস শুভম যাদব, সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায়, গলসি ওসি অরুন কুমার সোম, মেজবাবু উত্তাল সামন্ত ছাড়াও এলাকার পুজো কমিটির সদস্যরা। সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায় বলেন, ধর্ম যে যার উৎসব সবার। আমরা সবাই মিলিত হয়ে পুজোর আনন্দ ভাগ করে নেবো। পুজোয় পুলিশের কোন ছুটি নেই। আমরা আপনাদের পাহাড়াদার হয়ে থাকছি। আপনারা ভালো ভাবে পুজো দেখুন এটাই আমরা চাই। আপনাদের যে কোন সমস্যায় পুলিশের সাথে যোগাযোগ করবেন।