দুর্গাপুজোয় পাঁচশো মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন গলসি ওসি

আজিজুর রহমান, গলসি : দুর্গাপুজোয় এলাকায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে উদ্দ্যোগ নিলো গলসি থানা। থানার ওসি অরুন কুমার সোমের উদ্যোগে পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করা হল। দূর্গাপূজার আনন্দকে সর্বস্তরের মানুষের জন্য আনন্দময় করে তুলতেই তার এমন উদ্দ্যোগ বলে জানা গেছে। ওসির এমন কাজের প্রশংসা করেন পুলিশ সুপার সায়ন দাস।জানতে পারা গেছে গলসি থানায় দায়িত্ব পাবার পর থেকেই অরুন বাবু মানু‌ষের সাথে মিশে কাজ শুরু করেছেন। মানুষের অভাব অভিযোগ শুনতে যুক্ত হয়েছেন এলাকায় হোয়াটস আপ গ্রুপে। সেখান থেকে মানু‌ষের বহু সমস্যার সমাধান করছেন। এদিনের বস্ত্র বিতরণের পরই থানার একটি নতুন মোবাইল নম্বর উদ্বোধন করেন ডিএসপি (ক্রাইম) সুরজিত মন্ডল। তিনি জানান, থানার ল্যান্ড নম্বরে যোগাযোগ করতে সমস্যা হলে 8509733341এই নম্বরে সাধারণ মানুষ যোগাযোগ করবেন। মোবাইলটি ডিউটি অফিসারের কাছে চব্বিশ ঘন্টা থাকবে। প্রয়োজনীয় ছবিও এই মোবাইল নম্বরের হোয়াটস আপে পাঠাতে পারবেন। বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সায়ন দাস, অ্যাডিশনাল এসপি অর্ক ব্যানার্জ্জী, ডিএসপি ক্রাইম সুরজিত মন্ডল, সিআই শৈলেন্দ্রনাথ উপাধ্যায়, ওসি অরুন কুমার সোম, বিধায়ক নেপাল ঘরুই সহ থানার সকল অফিসাররা। পুলিশের এমন কাজের প্রসংশা করেছেন স্থানীয়রা।