দুর্গাপুরে কারখানায় মেশিন চাপা পড়ে এক ঠিকা শ্রমিক মৃত ঘিরে উত্তেজনা

 

    নুর মোহাম্মদ খান,নতুন গতি, দুর্গাপুর, বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত ঝানঝিরা গ্রামের কাছে সুপার আয়রন ফাউন্ডারি নামে এক কারখানায় কর্মরত অবস্থায় মারা যায় এক যুবক । বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ কর্মরত অবস্থায় মেশিন চাপা পড়ে কারখানার মধ্যেই মারা যায় মারা যায় অভিজিৎ রায় নামে এক যুবক।

    এ ঘটনার খবর ছড়াতেই উত্তেজনা বাড়ে কারখানা চত্বরে । কারখানার সামনে ভিড় জমায় মৃত যুবকের পরিবার ও তাঁর এলাকার লোকজন ।মৃত্যুর কারণ হিসাবে কারখানা কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা । মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

    মৃতের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে উত্তাল হয়ে ওঠে কারখানা চত্বর ।কারখানার ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। লাউদোহায় ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা সুজন সূত্রধর জানান, এই কারখানায় শ্রমিকদের নিয়মবহির্ভূত কাজও করানো হয় । আট ঘন্টার বদলে বারো ঘণ্টা খাটানো হয়। সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। হামেশাই ঘটে দুর্ঘটনা তার পরিণতি স্বরূপ আজ একজনের প্রাণ চলে গেল। এলাকাবাসীদের দাবি মৃতের পরিবারের একজনের চাকরি ও দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে কর্তৃপক্ষকে।