|
---|
লুতুব আলি, ১১ এপ্রিল : বাংলা নববর্ষের প্রাক্কালে ৯ এপ্রিল দুর্গাপুরে অনুষ্ঠিত হল প্রাক বর্ষবরণ ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। চৈত্র অবসান ও নববর্ষের প্রাক্ মুহুর্তে আন্তরিক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মননশীল পত্রিকা র এক অভিনব অনুষ্ঠান দুর্গাপুরবাসীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানের প্রারম্ভে দুর্গাপুরের রঙ্গন গেস্ট হাউসের প্রাঙ্গণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নজর কাড়ার মত ছিল। পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহ রায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে চন্দনের ফোঁটা, ব্যাচ ও স্মারক উপহার দিয়ে বরণ করেন।আন্তরিক সাহিত্য পত্রিকার আন্তরিকতা সকলকে মুগ্ধ করে। অন্তরা সিংহ রায় জানান, আর্থিকভাবে বিপন্ন শিশুদের বিনামূল্যে নাচ,গান,কবিতা আবৃত্তি ও আঁকা শিখিয়ে আন্তরিক সাহিত্য পরিবার তার ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। অন্তরা দেবীর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জুর কুমার মুখোপাধ্যায়, অনিন্দিতা মুখোপাধ্যায়, পত্রিকার সভাপতি অশোক সিংহ রায়, ড:বাসুদেব হাজরা, শিব দাস রুদ্র,তরুণ সাহা,সুইটি রায়,গৌতম দাস, চন্দ্রা পাঁজা, অর্চনা সিংহ রায়,মধুসূদন রায়,উমা শংকর সেন,সমীরণ পাত্র,সাংবাদিক স্বরুপম চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে শিশু শিল্পী দেবপ্রিয়, দেবব্রত,স্বর সতী,পল্লবী,রিয়া প্রমুখ রা দর্শক প্রশংসিত হয়।