দুর্গাপুর স্বপ্ন ছন্দমের বর্ণাঢ্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান

লুতুব আলি, বর্ধমান, ২৪ এপ্রিল : দুর্গাপুরের স্বপ্ন ছন্দম আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণ কেন্দ্র দুদিনের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে নাটক, শ্রুতি নাটক, কবিতার কোলাজ, কবিতার সঙ্গে নৃত্য, সংগীত বই প্রকাশের মধ্য দিয়ে ২২ তম বার্ষিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় বট, অশ্ব থ, নিম বৃক্ষ শিশুর গোড়ায় জল ঢেলে । অনুষ্ঠানের প্রারম্ভে সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন স্বপ্নছ ছন্দম এর কর্ণধার বিশিষ্ট শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাকলি দাশগুপ্ত। কাকলি দাস গুপ্ত শিল্পাঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সুষ্ঠু বাতাবরণ গড়ে তোলার ব্যাপারে যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন তা অনুষ্ঠানের উপস্থিত সকলের ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার আরণ্যক বসু, কবি দিশারী মুখোপাধ্যায়, প্রণয় রায়, শিল্পী সূর্য মাইতি, শিল্পী ঋতুপর্ণা সরকার, বাচিক শিল্পী উমাশংকর সেন, কবি লাকি চট্টরাজ, সংগীতশিল্পী দীনবন্ধু বালিয়াল, বিশিষ্ট কবি ও সংগঠক অন্তরা সিংহ রায়, স্নেহাশীষ মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে স্বপ্ন ছন্দম এর শিল্পীরা ছাড়াও অনুষ্ঠান করল দুর্গাপুর সুপরিষদ, উড়ান, ইচ্ছে ডানা, সুরশ্রী, ক্যামেলিয়া, সঙ্গীতায়নসহ একাধিক সাংস্কৃতিক সংস্থা। অনুষ্ঠানের নবীন সঞ্চালক ও শিল্পীদের বিশেষভাবে সম্বর্ধিত করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের প্রত্যেককে একটি করে শিশু বৃক্ষ উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।