|
---|
লুতুব আলি : দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক ১১ সেপ্টেম্বর সূর্যসেন কলোনিতে মর্যাদার সঙ্গে শিক্ষক দিবস পালন করল। দুর্গাপুরের ১০ জন শিক্ষক-শিক্ষিকাদের এদিন সংবর্ধিত করা হয়। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত, নিষ্পেষিত ও আর্থিকভাবে বিপন্নদের সমাজের মূল স্রোতের মধ্যে ফিরিয়ে আনার জন্য নিরন্তর আন্দোলন সংগঠিত করে আসছে। প্রান্তিকের কর্ণধার দেবাশীষ বাদ্যোকর জানান, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের সুনাগরিক করে গড়ে তোলার জন্য যাঁদের হাতে চাবিকাঠি এবার তাঁদের কিছু জনকে প্রান্তিকের তরফ থেকে এদিন সম্মাননা দেয়া হল। তিনি আরও বলেন, যেহেতু নির্দিষ্ট শিক্ষক দিবসের দিনে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের প্রতিষ্ঠানে শিক্ষক দিবস পালন করার জন্য ব্যস্ত থাকেন তাই পরে হলেও শিক্ষক দিবসকে মনে রেখে তাঁদের সম্মাননা দিতে পেরে ভীষণ খুশি হয়েছি। এই সম্মাননা পেয়ে শিক্ষক শিক্ষিকারা ও খুশি হয়েছেন। প্রান্তিকের জনসেবা মূলক কাজের মধ্যে নিয়োজিত করার জন্য তাঁরা ও সব রকমের আশ্বাস দেন। উল্লেখ্য, প্রান্তিকের দুই সদস্যা শিক্ষিকা মলি দে ও শুভশ্রী চক্রবর্তী এলাকার শিশুদের দীর্ঘ একমাস ধরে গান শিখিয়ে তাদের দিয়ে অনুষ্ঠান করান। প্রান্তিকের তরফে যাঁদের সংবর্ধিত করা হল তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দুর্গাপুর রাই রানী দেবী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক, জেমুয়া ভাদু বালা হাইস্কুলের প্রধান শিক্ষক জইনুল হক, বিশিষ্ট নৃত্যশিল্পী মনীষা ম্যাডাম, শিক্ষিকা রমা চক্রবর্তী, চিত্রশিল্পী সুব্রতকুমার ঝাঁ, পর্বতারোহীর প্রশিক্ষক অজয় কুমার প্রসাদ প্রমুখ। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।