|
---|
লুতুব আলি : দুর্গাপুরের অগ্রজ ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রান্তিক প্রিয়জন হারানো মানুষদের নতুন জামা কাপড় পরিয়ে পুজো দেখালো। প্রান্তিক সারা বছর ধরে একের পর এক সামাজিক কাজ করে চলেছে। প্রান্তিক ঘরের ছেলেমেয়েদের ও অভিভাবকদের সার্কাস দেখানো, নতুন জামা কাপড় প্রদান, সামাজিক বৃক্ষরোপণ করে প্রান্তিকের কান্ডারী দেবাশীষ বাদ্যকর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। দেবাশিস বাবু নিজেও একজন প্রান্তিক মানুষ। প্রান্তিক মানুষদের দুঃখ দুর্দশা জ্বালা-যন্ত্রণা যে কি ভয়ংকর তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। প্রান্তিকের সম্পাদক দেবাশীষ বাদ্যকর জানান, যাদের নতুন জামা কাপড় পড়ে দুর্গা পুজো মণ্ডপে যাওয়ার সামর্থ্য নাই সেই সমস্ত মানুষদের নতুন জামা কাপড় পরিয়ে দুর্গাপুরের নানী পূজা মন্ডপ গুলি গাড়ি করে ঘুরিয়ে ঠাকুর প্রদর্শন করা হল। সঙ্গে খাওয়া-দাওয়া ও দেওয়া হয় বিনা মূল্যে। এই কাজে দুর্গাপুরের এরিয়ান ক্লাব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।