আসছে বছরে মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো!

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : আশ্বিনের শারদ প্রাতে… মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর কন্ঠে এই বাক্য দিয়েই শুরু হয় চন্ডীপাঠ। আশ্বিনে দেবীর আবাহন হওয়াই রীতি। কিন্তু আগামী বছর মা আসছেন কার্তিক মাসে। ২০২০ সালের দুর্গাপুজো মহালয়ার ৩৫ দিন পর শুরু হবে। আগামী বছর মহালয়া ১৭ সেপ্টেম্বর আর দেবীর বোধন ২২ অক্টোবর। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ২০২০ সালের আশ্বিন মাসে দুটি অমাবস্যা পড়েছে। তাই সনাতন হিন্দুমতে দুটি অমাবস্যা পড়ে যাওয়ায় আশ্বিন মাস মলমাস হিসেবে চিহ্নিত হয়েছে। তাই দুর্গাপুজো পিছিয়ে কার্তিক মাসেই হবে। উল্লেখ্য, একই কারণে ১৯৮২ ও ২০০১ সালে পুজো একমাস পিছিয়ে হয়েছিল।