|
---|
নূর আহমেদ, মেমারি : ২ নভেম্বর,নিমো মালপাড়া সংলগ্ন এলাকায়, বন্ধুর সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে বাম্পার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মৃত ১,শনিবার রাত্রি ৮:০০ টায় মৃতদেহ থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় মৃত নাবালকের নাম শেখ আজিয়ার ইসলাম। বয়স আনুমানিক ১৭ বছর। বাড়ি মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড তথা সুলতানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শেখ আজিয়ার ইসলাম তার পাড়ার ১ বন্ধুর সঙ্গে বাইকে করে ঘুরতে গিয়েছিল, বাড়ি ফেরার পথে নিমো মালপাড়া সংলগ্ন এলাকায় বাম্পার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে মেমারি গ্রামীন হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শেখ আজিয়ার ইসলামকে মৃত বলে ঘোষণা করেন এবং তার বন্ধুকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়। পুলিশ মৃতদেহটিকে থানায় নিয়ে যায় শনিবার রাতে,এমন ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।