|
---|
রবিউল ইসলাম ও সামিম হোসেন,সাগরদিঘি : সাগরদিঘি ব্লকের বোখারা ১ এর এমদাদুল সেখ পথ দুর্ঘটনায় মারা যান। সাংসদ খলিলুর রহমান এমদাদুল সেখের পরিবারের হাতে দুই লক্ষ (২০০০০০) টাকা দিয়ে সাহায্য করেন।
মৃত এমদাদুল ৩৪ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির ধাক্কায় মারা যান।সাংসদ জলবান্ধা গ্রামের এই দুর্ঘটনায় মৃতের পরিবারের সাথে বুধবার দেখা করলেন।