|
---|
সংবাদদাতা, নতুন গতি, উত্তর ২৪ পরগনা: কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি যত সামনে আসছে তত রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি ও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গেছে। সাগরদিঘীতে কংগ্রেসের জয়লাভ সেই প্রতিবাদের একটি বড় প্রতিফলন। গত 22/3/23 বুধবার ,বি জে পি র জেলা কিষান মোর্চার প্রাক্তন সভাপতি সঞ্জয় মন্ডল ,তৃনমূল কংগ্রেস থেকে যুব নেতা বাপ্পা সরদার ,ইমরান হোসেন সহ প্রায় ৫০ জন বাদুড়িয়া কংগ্রেসে যোগদান করে ৷ এই আনন্দ সমাবেশে উপস্থিত ছিলেন বাদুড়িয়া ব্লকের বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধিরা ও কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকরা।উপস্হিত ছিলেন ,রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রি সুব্রতা দত্ত ,রাজ্য কংগ্রেসের মুখপত্র সুমন রায়চৌধুরী ,জেলা কংগ্রেস সভাপতি অমিত মজুমদার সহ বাদুড়িয়া ব্লক কংগ্রেসের কার্যকারী সভাপতি অসীম ব্যানার্জী ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ।