|
---|
আজাহারউদ্দিন : বিশ্ব বাপী করোনা ভাইরাস নিয়ে মানুষ চিন্তিত এমনকি প্রচুর মানুষের মৃত্যু ও হয়েছে, ভারতবর্ষ জুড়ে লকডাউন ঘোষনা করার ফলে সকলেই গৃহবন্দি অবস্থায় জীবনযাপন করছেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন কে জি এন মার্বেল এর কর্ণধার আলহাজ সেখ সিরাজুল হক, ডাইরেক্টর আলহাজ সেখ সাকির হোসেন, সমাজসেবী খুরশিদ আহমেদ, সহ বিশিষ্ট জন, লকডাউন হওয়ার পর থেকে নীরবে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন, এছাড়া ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের অবস্থা খুবই খারাপ, দিন আনে দিন খাওয়া জীবনযাপন করা কষ্টের মধ্যে অতিবাহিত করছেন, রাজস্থানের যোধপুরের বাঙালী শ্রমিকদেরও পাশে খাদ্য দ্রব্য বিতরণ করা ও আর্থিক সহায়তা করা হয, এছাড়া ও হুগলি হেড অফিস কে জি এন মার্বেল পুরশুডা, বিভিন্ন জায়গায় ছাড়া ও শাখা ঘঅফিস আরামবাগের কালিপুর,তারকেশ্বর ভীমপুর,বর্ধমানের বাবরাকপুর কানেলপুল,সমস্ত জায়গা থেকে চাল,আলু ,ডাল, সঃ তেল,মশালা, চিনি,ও আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়,প্রতি দিন চারশো মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেখাদ্য সামগ্রী বিতরণ করা হয়, উল্লেখ কে জি এন মার্বেল গ্রুপ সারা বছর সামাজিক কাজে, শিক্ষা প্রতিষ্ঠান, সাহায্য করেন,তিনি বলেন মহামারী করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কিত,বাড়িতে থাকুন, খুব প্রয়োজন ছাড়া কোথায় যাবেন না, স্যানিটারি দিয়ে হাত ধুয়ে নিন, বাড়িতে বসে এবাদত করুন, সর্বদা আল্লাহ্ র প্রতি ভরসা রাখুন, পাশের বাড়ির মানুষকে নিজের সাধ্যমত চেষ্টা করুন, আল্লাহ পাক খুশি হবেন, আমাদের সকলের উচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য কাজ করছেন তার পাশে থাকা, সকলেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, এই করোনা করোনা ভাইরাস বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে, মানুষ হিসেবে এই বিপদের সময় সামাজিক দায়দায়িত্ব ও কর্তব্যবোধ বলে মনে করি।