দুঃস্থ মানুষের পাশে আরামবাগের তৃণমূল নেতা সাহিদ ইমাম

আজাহারউদ্দিন : হুগলি র আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় অসহায় দুঃস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল,আলু, ডাল,বিস্কুট ও আর্থিক সহায়তা করেন আরামবাগ শহর তৃণমূল যুব নেতা সেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ। লকডাউন হওয়ার পর থেকে নীরবে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ত্রা ন তহবিল নিজে তিরিশ হাজার টাকা দেন, পেশায স্কুলের শিক্ষক ও রাজনীতিবিদ, তার আর একটা পরিচয় আরামবাগ সাবডিভিশনের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম র সন্তান, বনেদি ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে মানুষের পাশে থেকে কিছু কাজ করা আমি আমার পিতার অনুপ্রেরণা থেকেই পাই, সমাজসেবা মূলক কাজ করে থাকি সারা বছর ধরে। শহরের মানুষের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করার পাশাপাশি নিজের গ্রামে পাডাবাগনানে দুঃস্থ মানুষের মধ্যে আর্থিক সাহায্য সহায়তা প্রদান করা হয়, আরামবাগ শহরের তৃণমূল কংগ্রেস র রাজনীতি পরিচিতি মুখ সেখ শাহিদ ইমাম তিনি সকলকেই রাজ্য সরকারের লকডাউন মেনে চলার পরামর্শ দেন , প্রশাসন সর্বদা আপনাদের সাথে আছেন, মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে, সকলেই সাধ্যমতো চেষ্টা করুন মানুষের পাশে থাকার।