|
---|
সেখ আব্দুল আজিম : আজ ২৮ তারিখ শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চা এবং লোটাস ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিকেল ৩ টেয় শারদ শুভেচ্ছা হিসাবে বস্ত্র উপহার দেওয়া হল দুঃস্থ মায়েদের ,আলিপুর প্রাইমারী স্কুল, নবাবপুর, জেড পি ২১ মন্ডল এ । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার বিধায়িকা মাননীয়া চন্দনা বাউরি মহাশয়া, তপন বিধানসভার বিধায়ক মাননীয় বুধরাই টুডু, লোটাস ফাউন্ডেশন এর কর্ণধার মাননীয় গোপী কিষাণ কারণাণী মহাশয় , শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী শর্বরী সেন। মোট ১০০ জন মাতৃশক্তিকে বস্ত্রদান করা হয় । বিজেপি এম এল এ চন্দনা বাউরী এবং বুধরাই টুডু শারদ শুভেচ্ছাও দেন । জেলা মহিলা মোর্চার সভানেত্রী শর্বরী সেন ও শারদ শুভেচ্ছা দেন এবং বর্তমান অস্থির পরিস্থিতিতে মায়ের কাছে নারী সুরক্ষার জন্য প্রার্থনা করেন।