মোথাবাড়িতে লকডাউন আবহে দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম

মোথাবাড়িতে লকডাউন আবহে দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিলেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম

    নিজস্ব প্রতিবেদক ,নতুন গতি, মোথাবাড়ি: কালিয়াচক 2 নম্বর ব্লকের কয়েকশো পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও মাক্স বিতরণ করলেন মোথাবাড়ি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম।
    লক ডাউনের গেরোয় তাদের সাহায্যের জন্য এগিয়ে এলো কালিয়াচক 2 নম্বর ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা মোথাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান।এই লকডাউন এর ফলে এই সমস্ত মানুষ কেমন করে তাদের সংসার চালাবে তা বুঝে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাফিকুল আলম। ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত বহু পরিবারের হাতে 10 কেজি চাল 5 কেজি আলু তুলে দিয়েছেন তিনি পঞ্চনন্দপুরএবং মোথাবাড়ি এলাকায়। মোথাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা বর্তমান বিদ্যুৎ কর্মাধ্যক্ষের সফিকুল আলম জানান এই মুহূর্তে আমাদের এলাকায় গরিব মানুষের অবস্থা খুব খারাপ তারা কাজ করতে পারছে না ফলে তারা লকডাউন মন চায় না তাই আমি প্রচেষ্টা করে এই তিন হাজার পরিবার কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে কিছুদিন বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছি যাতে আমরা করো না থাকে নিস্তার পায়।এই মানুষগুলো যদি প্রতিদিন রাস্তায় বেরোই ভিড় করে তাহলে এলাকায় মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে। এটা পালন আমাদের দায়িত্ব কর্তব্য বলে মনে করি। উপস্থিত ছিলেন বিধায়ক সাবিনা ইয়াসমিন, কৃষি কর্মাধ্যক্ষ আমিনুর আলম প্রমুখ।