দুঃস্থদের হুইল চেয়ার বিতরণ মেমারি থানাতে

নূর আহমেদ, মেমারি ২ নভেম্বর,মেমারি থানার উদ্যোগে গ্রাম রক্ষী বাহিনী কমিটির পরিচালনায় সন্ধ্যে ৬ টা নাগাদ মেমারি থানা এলাকার কিছু দুঃস্থ মানুষদের ১৭ জনকে হুইল চেয়ার দেওয়া হয় থানার পক্ষ থেকে। ১০ জন কে ক্রাচার দেওয়া হয়। পাশাপাশি ১০০ জনকে কম্বল বিতরণ করা হয়। গরীব দুস্থ মানুষদের হাতে এগুলো তুলে দেন গ্রাম রক্ষী বাহিনী কমিটির সভাপতি রামকৃষ্ণ বসু, থানার মেজবাবু বিশ্বনাথ দাস, এস আই দীপক পাল, এ এস আই ইন্দ্রজিৎ ঘোষ সহ অন্যান্যরা। রাত ৮ টা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান আগামীকাল পর্যন্ত চলবে।