|
---|
দুস্থদের পাশে মানবিক স্টল
আব্দুল রেকিব,নতুন গতি,বীরভূম:- মানবিক স্টল। সপ্তাহে তিনদিন দুস্থদের পুরাতন জামা-কাপড় দেওয়া হয়। না, কেবল পুরাতনী নয় – বৎসরে তিনবার নতুনও দিই। দূর্গাপুজা,ঈদ ও শীতবস্ত্র।
দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার স্বীকৃতি স্বরুপ বিভিন্ন সময় সংবর্ধিত হয়েছি। কিঙ্কিণী ডান্স অ্যাকাডেমি, নৃত্য নিকেতন, অগ্নিবীণা ডান্স অ্যাকাডেমি, নাট্যাঞ্জলী নাট্যসংস্থা,চারুকলা,
–আমাকে যোগ্য ভাবায় আপনাদের মঙ্গলকামনা ও ধন্যবাদ জানাই। মানবিক স্টলের কর্ণধার হওয়ায় গর্ব অনুভবের সঙ্গে আরও বেশি মানুষের পাশে দাঁড়াবার প্রেরণা পেলাম।
— এটাই হোক আমার পরিচয়।