|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: ইউনাইটেড নেশনসের সুপারিশ অনুযায়ী প্রতিবছর ২০জুন “বিশ্ব উদ্বাস্তু দিবস”(ওয়ার্ল্ড রিফিজি ডে) হিসাবে পালিত হয়। এই বছর ইউনাইটেড নেশনস এই বিশ্ব উদ্বাস্তু দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে “পরিযায়ী শ্রমিকদের” জন্য উৎসর্গ করার কথা ঘোষণা করেছেন। এই দিনেই উত্তরলক্ষ্মীপুর অঞ্চলে ডিওয়াইএফআই- এর উদ্যেগে সিপিএম পাটির পক্ষ থেকে সব পরিযায়ী শ্রমীকদের খাদ্য সামগ্রিক, অনুদান পাওয়ার ফর্ম ফিলাপ করা জন্যে শিবির করা হয়েছে। বিনামুল্যে পরিষেবা দেয়াও হচ্ছে সিপিআইএম পাটির পক্ষ থেকে।উপস্থিত ছিলেন কালিয়াচক ২ ব্লকের দলীয় এরিয়া কমিটির মেম্বার মুজিবর রহমান, সম্পাদক আসরাউল হক-সহ আরো অনেকে।
কালিয়াচক ২ নম্বর ব্লকের ডিওয়াইএফআই সম্পাদক আশরাউল হক জানান, ইউনাইটেড নেশনসের সুপারিশ অনুযায়ী প্রতিবছর ২০জুন “বিশ্ব উদ্বাস্তু দিবস” হিসাবে পালিত হয়। এই বছর ইউনাইটেড নেশনস এই বিশ্ব উদ্বাস্তু দিবসকে বিশেষ গুরুত্ব দিয়ে “পরিযায়ী শ্রমিকদের” জন্য উৎসর্গ করার কথা ঘোষণা করেছেন।তাই এই দিনেই উত্তরলক্ষ্মীপুর অঞ্চলে দলের পক্ষ থেকে সব পরিযায়ী শ্রমীকদের খাদ্য সামগ্রী, অনুদান পাইয়ে দিতে বিডিওর কাছে আবেদন করার জন্য শিবির করেছি।”