|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কেন্দ্রের কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল এবং বেকারদের কর্মসংস্থানের দাবিসহ আরো অন্যান্য দাবিতে আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সহ অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তারই সমর্থনে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মশাল মিছিল করলো বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই ।এদিন সংগঠনের মেদিনীপুর শহর পূর্ব ও পশ্চিম লোকাল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। নেতৃত্ব দেন শহরের বাম যুব নেতৃত্ব।
এই দিনটি গোটা দেশে ধর্মঘটকে কেন্দ্র করে প্রচারকে তুঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিওয়াইএফআই পশ্চিম মেদিনীপুর কমিটির ডাকে যুব দিবস হিসেবে উদযাপিত হয়। এদিন এই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলায় একদিনে ডিওয়াইএফআই এর উদ্যোগে শতাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।