পুলিশকর্মীদের এমন কাজে গাফিলতি অথবা উদাসীনতা ঠেকানোর জন্য মোক্ষম দাওয়াই নিয়ে এলো ই-নজর

নিজস্ব সংবাদদাতা : পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাজে গাফিলতি অথবা উদাসীনতার অভিযোগ তুলতে দেখা যায় আমজনতাকে। এই সকল অভিযোগ সত্ত্বেও সমস্যার খুব একটা সুরাহা লক্ষ্য করা যায় না। তবে এবার বীরভূম জেলা পুলিশের তরফ থেকে পুলিশকর্মীদের এমন কাজে গাফিলতি অথবা উদাসীনতা ঠেকানোর জন্য মোক্ষম দাওয়াই নিয়ে এলো। এই মোক্ষম দাওয়াই হলো ই-নজর। বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর হাত দিয়ে এই নতুন অ্যাপের সূচনা হয়েছে। এই নতুন অ্যাপ অভিযোগ পাওয়ার পর পুলিশ কর্মী অথবা সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে কতক্ষণে পৌঁছালেন অথবা তারা যখন কোন এলাকায় ডিউটি দিতে যাচ্ছেন সঠিক সময়ে পৌঁছাচ্ছেন কিনা তা নজরে রাখবে। এমনকি এই অ্যাপের মাধ্যমে ওই পুলিশকর্মীর লাইভ লোকেশন কন্ট্রোল রুম থেকে দেখে নেওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোর জন্য জেলাজুড়ে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বারকোড। পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন এমন বারকোড বসানো হয়েছে জেলার ৭০৭টি জায়গায়। বিভিন্ন স্কুল, ধর্মীয় স্থান এবং গুরুত্বপূর্ণ জায়গায় এই সকল বারকোড বসানো হয়েছে। এই অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অফিস থেকে ডিউটিতে যাওয়ার সময় পুলিশকর্মীদের লগইন করে যেতে হবে এবং সেই মোবাইলের মাধ্যমেই সেই সকল বারকোড স্ক্যান করতে হবে। এর ফলে ওই পুলিশকর্মী কোন জায়গায় রয়েছেন তা সহজেই জানা যাবে অ্যাপের মাধ্যমে। পাশাপাশি জানা যাবে তিনি কতক্ষণ ডিউটি করছেন এবং অন্যান্য যাবতীয় তথ্য। এই অ্যাপ তৈরি করা হয়েছে মূলত পুলিশ কর্মী এবং তাদের কাজের নানান অভিযোগের পরিপ্রেক্ষিতেই। এই নতুন ব্যবস্থাপনার ফলে স্বাভাবিকভাবেই ক্রাইম সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।