|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ই -ওয়েস্টের কু প্রভাব নিয়ে বর্ধমানের বিদ্যালয়ে লাইফ প্রজেক্ট। নষ্ট হয়ে যাওয়া, পুরনো বাতিল হয়ে যাওয়া মোবাইল ফোন, চার্জার, কম্পিউটার মনিটর, মাউস, কিবোর্ড, হার্ড ড্রাইভ বিনষ্ট করতে বর্ধমানের কাঞ্চননগর দীননাথ উচ্চ বিদ্যালয়ে লাইক প্রজেক্ট এর কর্মসূচি চলছে। এই সমস্ত জিনিস গুলি বিশ্বজুড়ে কিভাবে বিনষ্ট হবে ও তার স্থিতিশীল উত্তর খোঁজা হচ্ছে! এইসব বৈদ্যুতিন বজ্র যাকে পরিভাষিকভাবে ই ওয়েস্ট বলা হচ্ছে, তার সাধারণ বছরের মত নয় আদপেই। অপচনশীল প্লাস্টিক ফাইবার জাতীয় জিনিসের সমস্যা তো আছেই, উপরই আছে তড়িৎ চৌম্বকীয় বিকিরণের আশঙ্কা। এই ব্যাপারেই সচেতন করতে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন চলতি বিশ্ব পরিবেশ সপ্তাহের বিদ্যালয় গুলিতে যে মিশন লাইভ প্রোজেক্ট আয়োজন করেছে তা আজ তৃতীয় দিনে তার থিম ছিল ই ওয়েস্ট কমিয়ে আনা। কাঞ্চননগর দিননাথ উচ্চ বিদ্যালয় ৭ জুন দিনটি ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রধানত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেপালিত হলো। অনুষ্ঠানে কম্পিউটার কম্পিউটার শিক্ষিকা অনন্যা ঘোষ বলেন, বিদ্যালয়ে অনেক কম্পিউটার সম্পর্কিত বস্তু থাকায় এসবের উপযুক্ত ডিসপোজাল নিয়ে আমরা উদ্বিগ্ন! শিক্ষিকা কৃষ্ণা ঘোষ শিশু ও মায়েদের উপর কি ওয়েস্ট এর কুপ্রভাব নিয়ে দুশ্চিন্তা ব্যক্ত করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন, বিপদজনক সমস্যা হতে যাচ্ছে। কর্তৃপক্ষ এ বিষয়ে বিদ্যালয় গুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলবেন এই আবেদন জানাই।