মহিলাদের জন্য প্রাথমিক আত্মরক্ষার প্রশিক্ষণ। কলকাতা পুলিশের ‘তেজস্বিনী’ এবার অনলাইনে

মহিলাদের জন্য প্রাথমিক আত্মরক্ষার প্রশিক্ষণ। কলকাতা পুলিশের ‘তেজস্বিনী’ এবার অনলাইনে

    নতুন গতি প্রতিবেদক: ট্রামেবাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের লক্ষ্য কখনও কখনও হতে হয় মহিলাদের। শারীরিক ভাবে হেনস্থা বা উত্যক্ত করার সুযোগ কখনও কখনও খোঁজে বিকৃতরুচির কেউ কেউ। আচমকা এমন কোন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হলে মহিলারা যাতে প্রাথমিক আত্মরক্ষার খুঁটিনাটি সম্পর্কে অবহিত থাকতে পারেন, সে জন্যই কলকাতা পুলিশের উদ্যোগ – ‘তেজস্বিনী’।

    চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় দফার ‘তেজস্বিনী’। এবার চতুর্থ সংস্করণ, কিন্তু অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে আয়োজন অনলাইনে।

    পাঁচ দিনের কর্মশালা। আগামি ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর। রোজ সকাল আটটা থেকে দশটা। বারো থেকে চল্লিশ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের অনলাইনে আত্মরক্ষার প্রশিক্ষণ দেবেন বিশেষজ্ঞ ট্রেনাররা সম্পূর্ণ বিনামূল্যে।

    রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২ ডিসেম্বর, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। www.kpsgtinst.org
    WhatsApp 9748438165