|
---|
নিজস্ব সংবাদদাতা: সাতসকালে তীব্র ঝাঁকুনি নেপালের বাগমতি প্রদেশে। জানা গিয়েছে, নেপালের বাগমতি প্রদেশে শনিবার একটি উচ্চমাত্রার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.৩। আজ সকাল ৫:২৬ নাগাদ এই ভূমিকম্পের টের পাওয়া যায়। টুইট করে ভূমিকম্পের ঘটনাটি জানিয়েছে ন্যাশনাল আর্থ কোয়েক মনিটরিং এন্ড রিসার্চ সেন্টার। এই ভূমিকম্পের ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। ভূমিকম্পের উৎস স্থল কোথায় তা নিয়েও চলছে পরীক্ষা-নিরীক্ষা। সে বিষয়েও বিশদে এখনো পর্যন্ত কিছু শোনা যায়নি। বিষয়টি নিয়ে উৎকন্ঠা প্রকাশ করেছেন অনেকেই। যদিও সেরকম ক্ষতি হয় নি,তবুও হঠাৎ করে আসা এই ভুমিকম্প নিয়ে। এই ভুমিকম্পের শুরু উত্তর পূর্ব নেপাল থেকে। নেপালের বেশ কিছু অঞ্চলে আজ সকাল থেকে কম্পন শুরু হয়। ভুমিকম্পের কারনে নেপালের বহু কাঠের বাড়ি ভেঙে পড়ে।যদিও এখনও পযর্ন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।