|
---|
নতুন গতি: দীর্ঘদিন পর ইস্টবেঙ্গল হকি দল কলকাতা হকি লিগ জয় করল। শনিবার সুপার সিক্স এর শেষ ম্যাচ খেলতে নামে তারা পাঞ্জাব স্পোর্টস এর বিরুদ্ধে। বিপক্ষ দল পর্যাপ্ত খেলার মাঠে নামতে পারেনি। এই কারণে ওয়াকওভার পায় ইস্টবেঙ্গল।
১২ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে কলকাতা হকি লিগ জিতে নিয়েছে তারা। এই লিগে তারা মোট গোল করেছে ৪২ টি। শেষবার ইস্টবেঙ্গল ১৯৮৯ সালে হকি লিগ জয় করেছিল। এরপর ২০০৩ থেকে ২০২০ পর্যন্ত কলকাতা হকি লিগের দল নামায়নি।