ইস্টবেঙ্গল কলকাতা লিগ শুরু করলো ড্র করে!

 

    নিজস্ব সংবাদদাতা: কলকাতা লিগ শুরু করল ইস্টবেঙ্গল ড্র করে, এদিন নৈহাটি স্টেডিয়ামে খেলা ছিল ইস্টবেঙ্গলের খিদিরপুরের বিরুদ্ধে। খেলার ফলাফল অমীমাংসিত করে শেষ হয় ০_০। যদিও ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা এই ম্যাচ খেলেছেন।

     

    লাল হলুদ বাহিনী প্রথম হাফে দুর্দান্ত শুরু করে, একাধিকবার আক্রমণ করে খিদিরপুরের ডিফেন্সকে বিভ্রান্ত করে দেয়। তিন তিনবার গোলের সুযোগ পেলেও গোলের খাতা খুলতে পারিনি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয় হাফ এ খিদিরপুর আবার কিছুটা খেলায় ছন্দে ফেরে। আক্রমণ প্রতি আক্রমণের ঝড় তোলে দুই দলই, তবে দুই দলের কেউ গোল করতে পারেনি। খেলার ফলাফল অমীমাংসিতভাবে শেষ হয়।