|
---|
নিজস্ব সংবাদদাতা :শতবর্ষের চৌকাঠ পেরিয়ে আজও স্মৃতিতে উজ্জ্বল শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের জন্মস্থান ও প্রাচীন অনুশীলন মাঠ কুমোরটুলি পার্ক।আজ শুক্রবার সেই মাঠের সম্মুখে নবরূপে শতবর্ষ স্নারক পুন প্রতিষ্টা করলো ইস্টবেঙ্গল ক্লাব ।ক্লাব মঞ্চে সম্মাননা জানানো হলো ইস্টবেঙ্গল ক্লাবের বন্ধু সংগঠন We are The Common People কে ।সংগঠনের তরফ থেকে সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত সম্মাননা গ্রহণ করেন ।