|
---|
মহম্মদ শেখ আরেফুল, নতুন গতি, পূর্ব মেদিনীপুর: পশ্চিমবঙ্গ ক্রীড়া সমিতির আয়োজনে গত ৮ই আগষ্ট থেকে ১১ই আগষ্ট ৬৯তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে৷ সেই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুরের হয়ে মোট ১৮ জন অংশগ্রহন করে৷ যার মধ্যে পুরুষ বিভাগে ১০ জন ও মহিলা বিভাগে ৮ জন৷ সেই পুরুষ বিভাগে ২০ কিলোমিটার রেস্ট ওয়াকিং এর পূর্ব মেদিনীপুরের ছেলে শেখ মইদুল ইসলাম৷
মানুষ মানেই এক আকাশ সমান স্বপ্ন নিয়ে বসবাস। কোন স্বপ্ন পূরণ হয় কোনটা পূরণ হয় না। তবুও মানুষ স্বপ্ন দেখে। আবার কিছু মানুষের নিজের জন্য কোন স্বপ্ন থাকে না, তার বা তাদের স্বপ্ন বা জীবনের লক্ষ্য হয় বাবা-মায়ের মুখে হাসি ফোটানো। তেমনি একজন হলেন মহিষাদলের শেখ মইদুল ইসলাম৷ ২০ কিলোমিটার রেস ওয়াকিং এ চাম্পিয়ান হয়ে গোল্ড মেডেল নিয়ে বাড়ি ফেরে সে৷
দীর্ঘ ১১বছর এই বিভাগ নিয়ে জীবন কাটিয়েছে মইদুল ইসলাম৷ জীবনের প্রতিটি মুহূর্তে তাকে বিপদ ও সমস্যার সম্মুখিন হতে হয়েছে৷ তবুও থেমে থাকেনি তার লড়াই৷
এমনকি সমস্ত সমস্যা, বিপদকে পেছনে ফেলে রেখে ভারতের ৭-৮টি রাজ্যে অংশগ্রহন করেছে এই প্রতিযোগি৷ মহিষাদলের ফুটবল ময়দানে শুরু করেন প্রস্তুতি পর্ব৷ আর সেখান থেকেই বিভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দিতা করা সুযোগ পেয়ে যায় শেখ মইদুল ইসলাম৷ সোনার পদক পেয়েও নিজেকে আর শক্ত করেনিয়েছে যে আরো এগিয়ে যাওয়ার জন্য৷
আমাদের প্রতিনিধিকে শেখ মইদুল ইসলাম জানান যে, পরিবার থেকে সহযোগিতা বিশেষত মা ও বাবার আর্শিবাদ সহ এলাকাবাসীর সহযোগিতা তাকে এই জায়গায় নিয়েগেছে৷ তিনি আরো জানান পরবর্তী ন্যাশানাল এর অংশ নেবেন বলে জানিয়েছেন৷ আর তার প্রস্তুত পর্ব এখন থেকে শুরু করে দিয়েছে সে৷ গর্বের এই দিনগুলিকে সামনে রেখে এগিয়ে চলেছে শেখ মইদুল ইসলাম৷