পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সিবিআই হানার প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি; পূর্ব মেদিনীপুরঃ গতকাল সন্ধ্যায় কলকাতায় নগরপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাঁর বাংলোতে হানা দেয় সিবিআই। এরপর কলকাতা পুলিশ সিবিআইদের ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় থানায়। পরে অবশ্য আটক হওয়া সিবিআই কলকাতা পুলিশের হাত থেকে মুক্তি পায়। এর জেরে গতকাল রাতেই নগরপালের বাংলোতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পরে তিনি নগরপালের উপর সিবিআই হানার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্ণায় বসেন। গতকাল রাতে ধর্ণা মঞ্চ থেকেই আজকে সোমবারে রাজ্যে জুড়ে কালো পতাকার সাথে মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় নেমে তৃণমূল নেতা কর্মীদেরকে প্রতিবাদ মিছিলর আহ্বান দেন।

    মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্বেও সিবিআই ভারতীয় সংবিধানের বাইরে কাজ করছেন। গতকাল মমতা ধর্ণায় বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্রেফতারের দাবি তোলেন। অন্যদিকে সিবিআই তরফে বলা হয়, সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই নথি সহ নগরপালের বাংলোতে যাওয়া হয়েছিল। গতকালের ঘটনা শেষমেশ সুপ্রিম কোর্টের দরজায় গিয়েছে সিবিআই। আগামীকাল মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

    নগরপালের বাংলোতে গতকাল  হানার প্রতিবাদে একদিকে কলকাতার মেট্রো চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্ণায় বসেছেন। এর সাথে তিনি আজ রাজ্য জুড়ে যে প্রতিবাদ মিছিল ডাক দিয়েছিলেন, সেই রূপ দেখা গেল সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুরের এগরা, কাঁথি, তমলুক, পাঁশকুড়া, মেচেদা, সহ বিভিন্ন জায়গার সাথে আজ “হলদিয়া উন্নয়ন ব্লক” তৃণমূল কংগ্রেস ব্রজলালচক চৌরাস্তায় হলদিয়া মেচেদা জাতীয় সড়কে এক প্রতিবাদ মিছিল আয়োজন করে। এই মিছিলে গত সন্ধ্যায় নগরপালের উপরে যে সিবিআই হানা হয়েছিল, আজকের মিছিলে বিজেপি সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার শ্লোগান তোলা হয়।