নেপালের ম্যাড হানি অতিরিক্ত খেলে মানসিক স্থিরতা হারিয়ে যেতে পারে

নিজস্ব সংবাদদাতা: পাগল করে দেয় মধু, গল্প নয় সত্যি, নেপালের ম্যাড হানি অতিরিক্ত সেবন করলে মানসিক স্থিরতা হারিয়ে যেতে পারে। নেপালের ম্যাড হানির দাম আকাশ ছোয়া, আন্তর্জাতিক বাজারে এর চাহিদা মারাত্মক। বেশ কিছু পাহাড়ি ফুলের মধ্যে এই ম্যাড হানি সঞ্চিত থাকে।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন অতিরিক্ত এই ম্যাড হানি সেবন করলে নানা রকম শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে, মানসিক স্থিরতাও হারিয়ে যেতে পারে। এমনকি অতিরিক্ত সেবন করলে প্রাণনাশ ও পর্যন্ত হতে পারে।

    এক পাহাড়ি উপজাতি এই ম্যাড হানি সংগ্রহ করার কাজ করে, আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ম্যাড হানি।