|
---|
নিজস্ব প্রতিনিধি, ডোমকল, নতুন গতি : গত ৮ আগস্ট ২০২১, রবিবার ডোমকল বাজার ব্যবসায়ী সমিতি হলে অনুষ্ঠিত হল কবি, নাট্যকার ও ‘আবার এসেছি ফিরে’ পত্রিকার সম্পাদক এবাদুল হকের স্মরণ সভা। তিনি ভগবানগোলার কানাপুকুর গ্রামে ১৯৬০ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র ১৭ বছর বয়সে সম্পাদনা শুরু করেন ‘প্রলয়’ নামক সাহিত্য পত্রিকা। তারপর ‘রামধনু’। ১৯৬৯ সাল থেকে ‘আবার এসেছি ফিরে’ ও ২০২০ সাল থেকে কবিতা বিষয়ক পত্রিকা ‘এবং পুনশ্চ’ প্রকাশ করতে শুরু করেন যা আমৃত্যু প্রকাশিত হত। গত ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে অকালে পরলোকগমন করেন মুর্শিদাবাদ তথা সমগ্র বাংলা সাহিত্যের লিটল ম্যাগাজিন আন্দোলনের লড়াকু যোদ্ধা পত্রিকা-সম্পাদক এবাদুল হক।
অনুষ্ঠানে সভামুখ্যের আসন অলংকৃত করেন, বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ সামশুল আলম। সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন গল্পকার রাশিদুল বিশ্বাস। কিছুক্ষণ নীরবতা পালনের পর কবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কবি ও ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার সম্পাদক এম এ ওহাব। একে একে স্মৃতিচারণ করেন কবি ও প্রাবন্ধিক মাজরুল ইসলাম, কবি ও গল্পকার এম নাজিম, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক মবিনুল হক,গল্পকার কালাম শেখ, প্রাবন্ধিক দীপক সাহা, কবি এস হজরত আলি, সহকারী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার তানবির কাজি, কবি তাপসী ভট্টাচার্য, সমিধ পত্রিকার সম্পাদক সমরেন্দ্র রায়, এবাদুল হকের ছায়াসঙ্গী নাসিরুদ্দিন খান, কবি ও শিক্ষক সাইদুল ইসলাম, সীতানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মহঃ ইব্রাহিম আলি ও কবি চিত্রা দত্ত।
ওই দিন ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার বিশেষ সংখ্যা এবাদুল হক স্মরণ সংখ্যা প্রকাশিত হয়। কবির স্মৃতির উদ্দেশ্যে স্বরচিত ও কবি এবাদুল হকের কবিতা পাঠ করেন ‘দর্পণ মুখের খোঁজে’ পত্রিকার সম্পাদক দেবজ্যোতি কর্মকার, কবি হামিদুল ইসলাম সেখ, ইসতিয়াক আহাম্মেদ, সাহিন রেজা বিশ্বাস, শুদ্রক পান্ডে, মুকলেসুর রহমান, রোকিয়া জামান সারমিন প্রমুখ। কবিগুরুর প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন, নাজমুননাহার খাতুন ও বেদান্ত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে প্রয়াত কবি এবাদুল হকের মেয়ে, জামাই, ভাইপো, ছায়াসঙ্গী, বন্ধু সহ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য ডোমকল কলিং’ পত্রিকার নির্বাহী সম্পাদক ইসা আনসারী।