এবার সিপিআইএম ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করলেন

নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : সামসেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙ্গন অব্যাহত। এবার সিপিআইএম ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করলেন তিনপাকুরিয়া অঞ্চলের ৯১ নম্বর বুথ থেকে প্রায় ২০ জন বাম কর্মী সমর্থক। মোহাম্মদ আলমগির আলম ও আব্দুল্লাহর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় সামসেরগঞ্জের তিনপাকুরিয়া অঞ্চলের হাউসনগরে দলীয় কার্যালয়ে বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ঘাসফুল শিবিরে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা INTTUC এর সভাপতি তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিন যোগদানের আগে অঞ্চলের কর্মীদের নিয়ে একটি বর্ধিত সভার আয়োজন করা হয় পার্টি অফিসে। সেখানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় বিধায়ক আমিরুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল ইসলাম, অঞ্চল তৃণমূলের সভাপতি শহিদুল হক, শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আতাউর রহমান, সংখ্যালঘু সেলের সভাপতি বানিরুল ইসলাম সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্য এবং নেতৃবৃন্দ।