|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত ২০২৩ এর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল ১৯ মে। এদিন সকাল ১০টায় নিবেদিতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি ফল প্রকাশ করলেন। তিনি জানান, ৭৬ দিনের মাথায় মাধ্যমিক ২০২৩ এর পরীক্ষার ফল প্রকাশ করা হল। এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৬ লক্ষ ৮২ হাজার ৩৩১ জন। এদের মধ্যে ছাত্র ৩ লক্ষ ৬ হাজার ২৫৩ জন। ছাত্রী ৩ লক্ষ ৭৬ হাজার ৬৮ জন পরীক্ষা দিয়েছে। পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। এদের মধ্যে ছাত্র ২ লক্ষ ৬৪ হাজার ৯৭ জন, ছাত্রী ২ লক্ষ ৮৪ হাজার ৮১২ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। ছাত্র ৮৯.৭৬ শতাংশ। ছাত্রী ৮৩.০৫ শতাংশ। পাশের হারে পূর্ব মেদিনীপুর প্রথম ৯৬.৮১ শতাংশ, ২য় স্থানে কালিম্পং ৯৪.১৩ শতাংশ। ৩য় স্থানে কলকাতা – ৯৩.৭৫ শতাশ, ৪র্থ স্থানে পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ। এবার সংখ্যালঘু ছাত্রী ১ লক্ষ ২৯ হাজার ৫৭২ জন এবং সংখ্যালঘু ছাত্র ৭৯ হাজার ৬৯৪ জন।
পর্ষদ সভাপতি জানান এবার মেধা তালিকায় প্রথম দশে আছে ১১৮ জন ছাত্র ছাত্রী এদের মধ্যে মালদহের আছে ২১ জন, পূর্ব বর্ধমানের ১৭ জন, বাঁকুড়ার ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনার ১৩ জন, পূর্ব মেদিনীপুরের ১১ জন, উত্তর ২৪ পরগণার ৯ জন, পশ্চিম মেদিনীপুরের ৯ জন, পুরুলিয়ার ৬ জন, হুগলির ৬ জন, হাওড়ার ৪ জন।
এবার মাধ্যমিকে ১ম স্থান পেয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি, তার প্রাপ্ত নম্বর ৬৯৭, ২য় স্থানে পূর্ব বর্ধমানের শুভম পাল এবং মালদার রিফাত হাসান সরকার এদের প্রাপ্ত নম্বর ৬৯১, ৩য় স্থানে আছে ৬ জন, এরা হল অর্ক মণ্ডল, সৌম্যদীপ মন্ডল, মহ. সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, স্বরাজ পাল এবং অর্ঘ্যদীপ সাহা। এদের প্রাপ্ত নম্বর ৬৯০। পর্ষদ সভাপতি আরও জানান, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৪ শেষ হবে ১২ ফেব্রুয়ারি ২০২৪।