পরিবেশকে সাথে নিয়ে জীবিকা অর্জন কর্মশালা কুলতলীতে 

বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ ২৪ পরগনা  :রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথ সার্কেলের পক্ষ থেকে পরিবেশকে সঙ্গে নিয়ে জীবিকা অর্জনের-এমনি কর্মযোগ্য অনুষ্ঠিত হলো কুলতলী ব্লকের জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যেখানে কুলতলী ব্লকের কয়েক শত ছাত্র ছাত্রী অভিভাবক ভাবিকাদের দেখা মিলল। তাদের হাতে তুলে দেয়া হলো একাধিক গাছের চারা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এমনই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ। আর এই উদ্যোগে শামিল হতে উপস্থিত ছিলেন আইসি বারুইপুর মহিলা থানা কাকলি ঘোষ কুন্ডু, কুলতলী ব্লক উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী,কুলতলী থানার একাধিক পুলিশ আধিকারিক, জয়নগর হাসপাতালের অন্বেষা কাউন্সিলর সুপর্ণা কন্ঠা, প্রবীর মিশ্র,শক্তিপদ মন্ডল জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শান্তনু ঘোষাল, রোটারি ভাইস গভর্নর পিনাকী প্রসাদ ঘোষ, রোটারি ক্লাব অফ কলকাতা সাউথ সার্কেলের প্রেসিডেন্ট পরমা দাশগুপ্তা সহ একাধিক কর্মীরা। বিশেষ করে সুন্দরবন এলাকায় কিশোর কিশোরীরা বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হয়।বিশেষ করে কিশোরীদের পাচার হওয়ার সম্ভবনা। এই সমস্ত এলাকায় যাতে না পাচার না হয় তার বিশেষ পরিকল্পনা গ্রহণ করছেন। ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সচেতনতা মূলক প্রচার শুরু করেন। এছাড়া শতাধিক ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারাতুলে দেন রোটারি ক্লাব অফ কলকাতা সাউথ সার্কেলের একাধিক কর্মকর্তা সাথে কুলতলী ও বারাইপুর আইসি থানার একাধিক পুলিশ আধিকারিক।