নারদ স্টিং অপারেশন মামলা: ইডি তার অভিযোগপত্রে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জির নাম দিয়েছে

নতুন গতি নিউজ ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার নারদ স্টিং অপারেশন মামলায় বিশেষ আদালতে দাখিল করা অভিযোগপত্রে বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির নাম উল্লেখ করেছেন।

    আদালত নেতাদের সমন জারি এবং ১৬ নভেম্বর অভিযুক্তদের হাজির হওয়ার নির্দেশ দেয়।

    রাজনীতিবিদদের পাশাপাশি আদালত সাময়িক বরখাস্ত আইপিএস অফিসার এসএমএইচ মির্জার বিরুদ্ধেও আমলে নিয়েছে।

    আদালত নির্দেশ দেয় যে মুখার্জি, হাকিম এবং মিত্রকে তলব পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকারের কার্যালয়ের মাধ্যমে দেওয়া হবে কারণ এই তিনজনই বিধায়ক। আদালত বলেছে, অন্য দুজনকে সরাসরি তাদের ঠিকানায় তলব করা হবে।