|
---|
খান আরশাদ, বীরভূম:
বীরভূমের শান্তিনিকেতন মেডিকেল কলেজে মঙ্গলবার সাত সকালে হানা দিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
দেশের মেডিকেল কলেজগুলিতে নিয়োগ দুর্নীতি বিষয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস এ অনাবাসী ভারতীয় শিক্ষার্থী ভর্তিতে কোনো দুর্নীতি হচ্ছে কি না, তার তদন্ত করতেই মঙ্গলবার বীরভূমের বোলপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজে ইডির ৬ সদস্যের একটি দল হানা দেয়।
ইডির আধিকারিকারা কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে এই অভিযান চালান।
টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে এমবিবিএস এ ভর্তি করানো হচ্ছে এবং এর ফলে সেই কোটায় যোগ্য শিক্ষার্থীরা এমবিবিএস এ ভর্তির সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই ধরনের অভিযোগ ওঠায় বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা কারী দল।
এ ধরনের কোন দুর্নীতি চলছে কিনা, তার তদন্ত করতেই বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজে ইডি হানা দেয়।
প্রসঙ্গত: উল্লেখ্য বোলপুরের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট। এই মলয় পিটকে এর আগেও গরু পাচার মামলায় ইডি জেরা করেছিল।