|
---|
দেবজিৎ মুখার্জি, নদীয়া: পুরো নিয়োগ দুর্নীতি কান্ড নদীয়ার বিভিন্ন প্রান্তে বুধবার সকাল থেকে হানা দিলো ইডি। দুর্নীতির টাকা কী ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে? সেই সংক্রান্ত তথ্যের খোঁজে খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।
সাতসকালে নদিয়ার হরিণঘাটার শিমুলিয়া ও ফকিরতলায় হানা দেয় ইডি। সকাল সাড়ে সাতটা নাগাদ শিমুলিয়ার মর্ডান চালকলে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চালকলের বর্তমান মালিক বাকিবুর রহমান, বিনয় পাত্র, সহিদুল রহমান মণ্ডল এবং শরিফুল মণ্ডল। জানা গিয়েছে, বাকিবুর রহমানের নদিয়া, বর্ধমান-সহ একাধিক জায়গায় চালকল রয়েছে। বাকিবুর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ বলেও জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতির ‘কালো’ টাকা চালকলে বিনিয়োগ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। তাই সাতসকাল থেকে জায়গায় জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অন্যদিকে, নদিয়ার হরিণঘাটার ফকিরতলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী হরি সাহার বাড়িতেও হানা দেয় ইডি। জানা গিয়েছে, তাঁর কাপড়ের ব্যবসাও রয়েছে। একটি গম মিলও রয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওই ব্যবসায়ীর কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। চালকল এবং ব্যবসায়ীর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।