সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো ইডি! কয়লা পাচার কান্ডে আপাতত দিল্লিতে ডাকা যাবেনা অভিষেক-রুজিরাকে

দেবজিৎ মুখার্জি: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো ইডি। এর সাথে কয়লা পাচার কাণ্ডে কিছুটা স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।

    সুপ্রিম কোর্টের বক্তব্য “কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দোপাধ্যায় এবং রুজিরা বন্দোপাধ্যায়কে আপাতত দিল্লিতে ডাকা যাবেনা। তবে ইডি চাইলে কলকাতায় গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই পারে। তবে সেক্ষেত্রে তাঁদের ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে। নোটিসের কপি পাঠাতে হবে কলকাতার পুলিশ কমিশনারকেও।”

    কোর্ট আরো জানায় “কয়লা পাচার মামলায় জেরার ক্ষেত্রে ইডি আধিকারিকদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে। তাই জেরা চলাকালীন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশকেই তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ দিল শীর্ষ আদালত। তদন্তকারী ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও মামলা করতে পারবে না রাজ্য। যদিও এমন কোনও পদক্ষেপ করা হয় সেক্ষেত্রে ইডি চাইলে সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের দ্বারস্থ হতে পারবে।”