অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাত্রার উপর নিষেধাজ্ঞা ইডির

দেবজিৎ মুখার্জ, কলকাতা: চোখের চিকিৎসার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাত্রার উপর ইডির নিষেধাজ্ঞা জারি করার পর বৃহস্পতিবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। জানা গিয়েছে, ইডিকে ৩-১০ জুন বাদ দিয়ে অন্যদিন তাঁকে হাজিরার জন্য ডাকার আরজি জানিয়েছিলেন। কিন্তু ইডি তাঁকে দেশের বাইরে যেতে দিচ্ছেনা।

    তাঁর আইনজীবীর বক্তব্য “এমনিতেই ওনার চোখের সমস্যা রয়েছে। তাই চিকিৎসা করাতে দুবাইয়ে যেতে চেয়ে চিঠি দিয়েছিলেন।”